সহীহ ফাযায়িলে আমল PDF

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দেরীতে হলেও একটি অসাধারণ বই নিয়ে আসতে পেরেছি। যা আমাদের জন্য বেশ প্রয়োজনীয়।

মুসলিম হিসেবে আমাদের প্রবণতা রয়েছে ফাযীলাত বিষয়ক আমলগুলোর প্রতি গুরুত্ব দেয়ার। কিন্তু বেশী ফাযীলাত পাওয়ার নেশায় পড়ে আমাদের মাঝে অনেকেই যইফ  ও জাল হাদীসের উপর আমাল করে আমল বিনষ্ট করছি। এমনকি ফাযায়িল সম্পর্কিত বইগুলোতে শুধু জাল যইফ হাদীস নয় বরং শিরক ও বিদআতের যেমন আলোচনা এসেছে যা আমাদেরকে শিরক  ও বিদআতের দিকে নিয়ে যাচ্ছে। ফাযীলাত সম্পর্কিত হাদীসগুলোর মধ্যে এক-চতুর্থাংশ হাদীসগুলোই সমালোচিত। কিন্তু দু:খের বিষয় আমাদের আমল এই এক চতুর্থাংশ হাদীসগুলো নিয়ে কিন্তু বাকী তিন-চতুর্থাংশ হাদীস নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আবার কুরআনেও যে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এই বইটিতে প্রথমেই কুরআনের আলোকে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো আলোচিত হয়েছে। আবার আমলের ফাযীলাত সম্পর্কে আমরা অবগত হলেও আক্বীদার গুরুত্ব ও এর ফাযীলাত সম্পর্কিত যে কুরআনের আয়াত ও হাদীসগুলো এসেছে তা নিয়ে আমাদের আগ্রহ নেই। অথচ সব আমল কবূলের পূর্বশর্তই হলো আক্বীদা সঠিক হওয়া।

বইটির বৈশিষ্ট্য হলো :
  • বইটিতে প্রথমেই কুরআনের আয়াত হতে ফাযায়িল বর্ণিত হয়েছ।
  • এরপর বইটিতে সহীহ হাদীসের আলোকে ফাযায়িল বর্ণিত হয়েছে।
  • বইটিতে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন তাওহীদ,শিরক, বিদআত,সালাত সম্পর্কিত আলোচনা রয়েছে। যা অত্যন্ত আমাদের জন্য সহায়ক
  • বইটিতে হাদীসগুলো উল্লেখ করার পাশাপাশি হাদীসের ইবারত বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র হাদীসগুলো উল্লেখ করা হয়নি সাথে সাথে হাদীসটির তাহক্বীক বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র একজন মুহাদ্দিসের তাহক্বীক নয়, একাধিক মুহাদ্দিসের তাহক্কীক বর্ণনা করা হয়েছে।
  • একই বিষয়ের একাধিক হাদীসগুলো পাশাপাশি আনা হয়েছে।
  • ফাযায়িল সম্পর্কিত বানোয়াট বর্ণনার প্রতিবাদ করা হয়েছে।
  • বইটিতে “যা জানা জরুরী” সম্পর্কে একটি পরিচ্ছেদ রয়েছে। যা সবার প্রয়োজনীয় । হাদীসের বিভিন্ন পরিভাষা আলোচনা করা হয়েছে।
  • এরপর এরপর ফাযীলাত সম্পর্কিত যইফ ও মাওযু ( জাল ) হাদীসগুলো তাহক্বীকসহ বর্ণনা করা হয়েছে।
  • বইটির হাদীসগুলোর ক্রমিক নম্বর মিলানোর জন্য চতুর্থ প্রকাশের কথা নামক পরিচ্ছেদ পড়ার অনুরোধ করছি। নতুবা ক্রমিক নম্বর হাদীসগুলো পেতে সমস্যা হবে।
পরিশেষে, পাঠকদের জন্য জানানো যাচ্ছে যে, বইটি স্ক্যান করে আমরা প্রকাশ করেছি ্বইটির বহুল প্রচারের জন্য। বইটির প্রকাশক বা লেখকের ক্ষতি করা উদ্দেশ্য নিয়ে নয়। তাই আপনাদের প্রতি অনুরোধ করছি, বইটি শুধু পিসিতে রেখে দিবেন না। বরং বইটির অন্তত একটি কপি কিনে রাখুন। বইটি আত্মীয়স্বজনদের জন্য উপহার দিন।
আরেকটি বিষয় বর্তমানে ফাযায়িল সম্পর্কিত একটি বই সকল মাসজিদগুলো দখল করেছে। তাই আপনাদের প্রতি অনুরোধ ওই বইটির প্রতিবাদে এই বইটি মাসজিদে রাখুন। এই বইটিই হবে আপনার জন্য উত্তম দাওয়াত ও ইসলাহ। আর শুধু খারাপ বইয়ের প্রতিবাদ নয়, সেই সাথে ভালো বইয়ের প্রসারে এগিয়ে আসা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আশা করি সবাই বইটি কিনে বইটির বহুল প্রচার করবেন।
এছাড়াও আপনাদের কাছে যদি নিকটস্থ লাইব্রেরীর নাম জানা থাকে তবে আমাদের জানান। আমরা পোস্টে যোগ করে দিবো।
বইটির ডাউনলোড লিংক

লিংক ১ঃ

Download

                                                                     লিংক ২ঃ

Download


Post a Comment

Previous Post Next Post