ইসলামবিরোধীদের জবাব - Response to Anti-Islam

আলহামদুলিল্লাহ, নাস্তিক -মুক্তমনা ও অন্য ধর্মের ইসলামবিরোধী এক্টিভিস্টদের জবাব নিয়ে আমাদের ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড App তৈরির কাজ শেষ হয়েছে। 


অ্যাপটির নামঃ "ইসলামবিরোধীদের জবাব - Response to Anti-Islam"। এই লিঙ্ক থেকে Appটি ডাউনলোড ও ইন্সটল করা যাবেঃ 
https://play.google.com/store/apps/details?id=response.to.anti.islam । 

অথবা গুগল প্লেস্টোরে গিয়ে response to anti islam লিখে সার্চ দিলেই Appটি পাওয়া যাবে।   অনেক দিনের সাধনা ও অনেক শ্রমের পর আল্লাহর অনুগ্রহে অবশেষ Appটির ১ম ভার্সন আনা গেলো। ২০১৫-১৬ সাল থেকে দ্বীন ইসলামকে ডিফেন্ড করে ওয়েবসাইট তৈরি ও লেখালেখি নিয়ে যে পরিকল্পনা ও সাধনা আমরা শুরু করেছিলাম, এর ধারাবাহিকতায় এই Appটি এলো। আল্লাহর নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। ইসলামবিরোধীদের সংশয় সৃষ্টিকারী প্রশ্নের জবাব নিয়ে আমাদের ওয়েবসাইটের লেখাগুলো এবার আরো সহজে ও স্বাচ্ছন্দ্যে পড়া যাবে ইন শা আল্লাহ্‌। কুরআন ও সহিহ হাদিসভিত্তিক জবাবের দ্বারা যে জ্ঞানভাণ্ডার আমরা তৈরি করছি, এর দ্বারা সকল সংশয় ও রিদ্দাহ (ধর্মত্যাগ) এর কালো ছায়া দূর হোক - এটিই আমাদের প্রার্থনা। এই Appটি দল-মত নির্বিশেষে সকল মুসলিমের App, আমাদের সবার App। সকলের প্রতি অনুরোধ Appটি বেশি বেশি ডাউনলোড ও ইন্সটল করে এবং অন্যদের সাথে শেয়ার করে এই উদ্যোগে শামিল হবার। এভাবেই আমরা অনলাইনে ইসলামবিরোধী শক্তিকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা ও পরাজিত করতে পারবো, বি ইযনিল্লাহ্‌। নিয়মিতভাবে Appটির আরো অনেক ভার্সন আসবে ইন শা আল্লাহ্‌। সামনের ভার্সনগুলোতে Appটিতে আরো অনেক ফিচার যুক্ত করবার এবং এটিকে আরো User friendly করবার আশা রাখি। এ ছাড়া নিয়মিতই আমাদের সাইটে নতুন নতুন লেখা যুক্ত হচ্ছে। কাজেই Appটিতে আপডেট এ র নোটিফিকেশন এলে আপডেট করার অনুরোধ রইলো। এর ফলে নতুন ভার্সনের নতুন ফিচারগুলো এবং নতুন লেখাগুলো App এ যুক্ত হয়ে যাবে। Appটিকে কল্যাণকর মনে হলে ভালো রেটিং এবং রিভিউ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। 

       ডাউনলোড করুন

এ ছাড়া Appটির ব্যাপারে কোনো পরামর্শ থাকলে ওয়েবসাইটের পেইজে মেসেজ করতে পারেন লিঙ্কঃ 
https://www.facebook.com/islambirodhiderjobab/

আল্লাহ্‌ তা'আলা এই App এর সকল লেখক, ডেভেলপার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নিন।
"বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।" [ সুরা বনী-ইসরাঈল ১৭:৮১ ]

Post a Comment

Previous Post Next Post