বইঃ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে 'র' আগ্রাসী গুপ্তচরবৃত্তির স্বরূপ সন্ধান

 

সারসংক্ষেপঃ পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশে বিদেশী গুপ্তচর সংস্থার তৎপরতা গোপন ব্যাপার হলেও এর বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। এক্ষেত্রে আবার ভারতীয় গুপ্তচত সংস্থা ‘র’ এদেশে সবচেয়ে বেশী তৎপর। কারণ বাংলাদেশে অপরাপর দেশের যে স্বার্থ রয়েছে ভারতের স্বার্থ নিঃসন্দেহে তারচেয়ে বেশী। এই সব বিষয় নিয়ে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এন.এস.আই এর সাবেক প্রধানদের রচিত “বাংলাদেশে ‘র’ আগ্রাসী গুপ্তচরবৃত্তির স্বরূপ সন্ধান” নামে একটি বই বের করা হয়। যারা ছোটবেলা থেকে গোয়েন্দা বই পড়ে এসছেন আশা করি তাদের ভাল লাগবে।

বাংলাদেশে ‘র’ ডাউনলোড:

Post a Comment

Previous Post Next Post