বই ডাউনলোড: সিয়াম ও উমরা



সি য়া ম ও উ ম রা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।


প্রিয় ভাই ও বোন, আল্লাহর সীমাহীন অনুগ্রহে পৃথিবীর বুকে অফুরন্ত কল্যাণের হাতছানি নিয়ে মাহে রামাযান সমাগত। মুসলমানদের কর্তব্য হল, এ মেহমানকে যথাযথ প্রস্তুতি সহকারে বরণ করে নেয়া। আরও প্রয়োজন রামাযানের হুকুম আহকাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা। রামাযান মাস শেষে ঈদ আসে মুমিনের হৃদয়ে অনাবিল আনন্দের বার্তা নিয়ে। তাই ঈদের হুকুম আহকাম সম্পর্কে জানাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হল, রামাযান মাসে উমরা আদায় করা অত্যন্ত মর্যাদাপূণ একটি কাজ। এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে কি গুরুত্বপূর্ণ এ ইবাদতটি সুচারু রূপে বাস্তবায়ন করা সম্ভব? এ বিষয়গুলো বিভিন্ন প্রবন্ধে বিক্ষিপ্ত আকারে পাওয়া যায়। তাই সব বিষয়গুলো যেন একসাথে পাওয়া যায় সে জন্য আজকের এ বইটি আপনাদের উদ্দেশ্যে পেশ করা হল।
উল্লেখ্য যে, শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী এর এ বইটির উপর ভিত্তি জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরবে এ পর্যন্ত ১৫টি অধিক কোস সম্পন্ন হয়েছে। যা প্রতি বছর রামাযানের আগে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং ইতোমধ্যে এ বইটি আন্তর্জাতিক দাওয়াহ সংগঠন ‘ইসলামিক ইডুকেশন এন্ড রিচার্স ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে ‘রামাযান শর্ট কোর্স’ এর সিলেবাস হিসেবে নির্বাচিত হয়ে এর উপর অনলাইনে কোর্স চালু রয়েছে। আশা করি, আল্লাহ তায়ালা এর দ্বারা বাংলাভাষী মুসলিমদেরকে উপকৃত করবেন।
বইটিতে যে সব বিষয় আলোচিত হয়েছে:
১) সিয়াম শব্দের আভিধানিক ও শরঈ অর্থ।
২) সিয়ামের বিধান এবং উহা কখন ফরয হয়?
৩) কার উপর ছিয়াম ফরয।
৪) ছিয়ামের উদ্দেশ্যগত অর্থ।
৫) আমরা কিভাবে রমযান মাসকে স্বাগত জানাব?
৬) রমাযান মাসের মর্যাদা।
৭) ছিয়ামের ফযীলত ও উপকারীতা।
৮) রমাযান মাসে পসন্দনীয় আমলসমূহ।
ক) কিয়ামুল লাইল বা তারাবীহ্‌ নামায।
খ) দান-সাদকা।
গ) খাদ্য দান।
ঘ) দাওয়াতী কাজ করা।
ঙ) অধিকহারে কুরআন তেলাওয়াতের চেষ্টা করা।
চ) এতেকাফ করা।
ছ) ওমরাহ্‌ করা।
জ) লায়লাতুল ক্বদর অনুসন্ধান করা।
ঝ) অধিক হারে দুআ ও যিকিরে লিপ্ত থাকা।
৯) ছিয়াম সম্পর্কিত কতিপয় মাসআলা-মাসায়েল।
ক) রমাযান মাস প্রবেশ করেছে তা জানারছিয়ামের জন্য নিয়াত বা সংকল্প করা জরুরী।
খ) রামাযান মাসের শুরু হয়েছে তা জানার উপায় কি?
গ) সাহুর খাওয়া।
ঘ) ইফ্‌তার।
ঙ) ইফতারের দুআ।
৯) ছিয়াম বিনষ্টকারী বিষয় সমূহ।
১০) যে সকল কাজে ছিয়াম বিনষ্ট হয় না।
১১) তারবীহ্‌র নামায।
১২) ফিতর ঈদের ছালাত।
১৩) নফল ছিয়ামের বর্ণনা।
১৪) নিষিদ্ধ সিয়ামের বর্ণনা।
১৫) ঈদের সালাতের বর্ণনা।
১৬) সহজ উমরা নির্দেশিকা।

Post a Comment

Previous Post Next Post