নবুয়তে মুহাম্মদী PDF

 

উপমহাদেশের সালাফী দাওয়াহ’র অন্যতম মনীষী আল্লামা মুহাম্মদ আবদুল্লাহিল কাফী আল-কুরাইশী রহিমাহুল্লাহ।


১৯৬০ সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি সাহিত্যে বাংলা একাডেমীর পুরস্কার পাওয়া আহলে হাদীস সমাজের একমাত্র আলেম। তাঁর লেখনীর সাথে তৎকালীন সাহিত্যের যোগসূত্র বা তাঁর লেখনীতে সাহিত্যের মান কতটা উঁচু পর্যায়ের ছিল, তার একটি উদাহরণ হচ্ছে বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার।

লিখিত বইয়ের সংখ্যা ৫০ এর অধিক।


তিনিই একমাত্র আহলে হাদীস আলেম, যিনি উপমহাদেশের সকল ইসলামিক দলের নেতা নির্বাচিত হয়েছিলেন! তাঁর নেতৃত্বেই সকল দল একত্রিত হয়েছিল! আল্লাহু আকবর।


নূতন প্রজন্মের অনেক বক্তা, মঞ্চ কাঁপানো এবং বাতিলের আতংক বলে পরিচিতরাও তাঁর সম্পর্কে জানে না। তাঁর লিখিত বইগুলো থেকে ঈলম নেওয়ার প্রয়োজন ছিল। কোনো বিষয়ে তিনি লেখেননি, এমন পাওয়া খুবই কঠিন। ইসলাম, তাফসীর, সীরাহ, ফাতওয়া, ইতিহাস, মতবাদ, বিরুদ্ধবাদীদের জবাব, নাস্তিকদের জবাব... অর্থাৎ প্রায় সকল বিষয়েই তাঁর কিছু লেখনী রয়েছে। অথচ বিখ্যাত এই মনীষীর সাথে আমাদের পরিচয়ই নেই।


ছবির বইটিও তাঁর বিখ্যাত একটি বই।


Ddownload Link



Post a Comment

Previous Post Next Post