প্যারাডক্সিক্যাল সাজিদ 2

 প্যারাডক্সিক্যাল সাজিদ 2

বইয়ের নাম: প্যারাডক্সিক্যাল সাজিদ 2

লেখক :আরিফ আজাদ



কিছু বলা লাগবে? এমনিতেই চিনে মানুষ, যে বছর প্রকাশিত হয়েছিল বইমেলা কতৃপক্ষ নাকি নিষিদ্ধ করেছিল বইমেলায় (অবশ্য এরপর থেকে ওই প্রকাশনীকেও ঢুকতে দেয় না) কিন্তু এদেশের বিখ্যাত অনলাইন বই দোকান গুলোতে লেখকের বই শীর্ষ তালিকায় ছিল বেশ কিছুদিন।

তো বই খানা কাদের জন্য নয়ঃ
১. যারা এটা পড়ার আগেই আপাদমস্তক পাশ্চাত্য সংস্কৃতিতে অভ্যস্ত
২. নাস্তিক মনো ভাব সম্পন্ন
৩. ডারউইন মতবাদ সমর্থকনকারী ( কেননা বইয়ে এ আলোচনায় ধোঁয়াশা আছে)

কাদের জন্য :
১. দোস্ত ইসলাম সম্পর্কে জানতে চাই, এরকম মানুষদের দেওয়া যায়
২. ইসলাম কেনো অন্য সব কিছু থেকে exceptional এটা কাউকে যদি বোঝাতে চান তার জন্য।

এই বই আপনারে পাক্কা মুসলমান বানায় ফেলবে এটা ভাবা অযৌক্তিক বরং এটা শুধুমাত্র কয়েকটা জিনিস আপনার হাতে ধরায় দিবে, আপনি এবার কোন দিকে জ্ঞান আহরণ করবেন এটা আপনার ব্যাপার।
অনেক নাস্তিক এটারে নাক ছিটকায় তাদের কথা শুনে manipulated না হয়ে বরং একবার পড়ে দেখা উচিত যে আসলে কি আছে। আগেই বলে দিচ্ছি ডারউইন সম্পর্কিত chapter এ বেশ গজামিল আছে কিন্তু সেই পুরো chapter এ ইসলাম সম্পর্কিত কোনো ব্যাপার মিশ্রিত করা হয় নি বরং ওটাকে বলতে পারেন আস্তিক নাস্তিক perspective।

University যাওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে এটা পড়ে নেওয়া যায় অথবা যখন আপনার মনে ইসলাম নিয়ে দোটানা তৈরি হচ্ছে, আপনি confused, পড়ে দেখতে পারেন, সম্পর্কিত আরো অনেক বিষয় পাবেন, যেটার সূত্র ধরে ইসলামকে আরো জানতে পারবেন।
Egoistic দের জন্য বা egoistic logical মানুষদের জন্য এখানে কিছু নেই, তারা আগেই out of the list (আল্লাহ হেদায়েত দিলে ভিন্ন কথা)

"প্যারাডক্সিক্যাল" নামটার মধ্যেই একটা রহস্য আছে।বইটি যারা পড়েননি তারা পড়লেই বুঝতে পারবেন বইটির ভেতর কতকিছু লুকানো আছে।



DOWNLOAD LINK

Post a Comment

Previous Post Next Post